বৈদিক সভ্যতা

Show Important Question


21) আর্যরা যে দুটি মাদক সেবন করত সেগুলি কী ছিল?
A) ধূমা
B) সোমা ও সুরা
C) ভাইমা
D) A এবং C

22) Which of the following drink was consumed by the Aryans during the conduct of Yagnas? / যজ্ঞ পরিচালনার সময় আর্যরা কোন পানীয় পান করতেন ?
A) Soma/ সোমা
B) Sura/ সুরা
C) Niska/ নিস্কা
D) All the above/ উপরের সবগুলি

23) আর্য বংশের প্রধান 'রাজন' –এর আয়ের উৎস ছিল
A) বালি
B) ভাগা
C) চৌথ
D) A এবং B

24) The word Veda means / বেদ শব্দের অর্থ
A) knowledge/ জ্ঞান
B) wisdom/ প্রজ্ঞা
C) skill/ দক্ষতা
D) power/ শক্তি

25) সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা কি বলতো?
A) মহা সিন্ধু
B) সিন্ধু দো-আব
C) সপ্ত সিন্ধু
D) পঞ্চ সিন্ধু

26) Who was the head of the Aryan family? / আর্য পরিবারের প্রধান কে ছিলেন?
A) Mother/ মা
B) Daughter/ কন্যা
C) Elder brother/ বড় ভাই
D) Father/ পিতা

27) Who was the village officer during the Early vedic period? / আদি বৈদিক যুগে গ্রামের প্রধান কে ছিলেন?
A) Patwari/ পাটোয়ারী
B) Gramini/ গ্রামীণী
C) Kotwal/ কোতওয়াল
D) Amin/ আমিন

28) আর্য সমাজে বর্ণ কী ছিল?
A) ব্রাহ্মণ
B) ক্ষত্রিয় এবং বৈশ্য
C) শূদ্র
D) উপরের সবগুলি

29) বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কী ?
A) বরুণ
B) মার্তণ্ড
C) পুরন্দর
D) কোনোটাই নয়

30) চতুবর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়?
A) ঋগবেদের দশম মন্ডলের পুরুষ সূক্তে
B) ত্রিপিটকের অভিধর্ম পিটকে
C) মুন্ডক উপনিষদে
D) রামায়ণের অযোধ্যা কাণ্ডে

31) কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ-উচাটন, ডাইনি বিদ্যা ইত্যাদির উল্লেখ আছে?
A) ঋগবেদ
B) সামবেদ
C) যজুর্বেদ
D) অথর্ববেদ

32) বৈদিক যুগে “নিস্ক” অলংকারটি কোথায় পরা হতো ?
A) কান
B) গলা
C) বাহু
D) কব্জি

33) বৈদিক যুগে "সূত" শব্দটি কি অর্থে ব্যবহৃত হত?
A) রথ চালক
B) কর সংগ্রাহক
C) পাশাখেলার সঙ্গী
D) কোনোটিই নয়

34) “গোত্র” শব্দটি প্রথম পাওয়া যায় কোন বেদে ?
A) ঋগবেদ
B) সামবেদ
C) যজুরবেদ
D) অথর্ববেদ

35) The word Aryan denotes / আর্য শব্দের অর্থ হল
A) Cultivation/ চাষ করা
B) A race/ জাতিবিশেষ
C) Pastoral society/ গোচরণভিত্তিক সমাজ
D) Brahmachari/ ব্রহ্মচারী

36) The first permanent home of the Aryans in India was – / ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ?
A) Punjab/ পাঞ্জাব
B) Rajasthan/ রাজস্থান
C) Sindh/ সিন্ধু
D) Gujarat/ গুজরাট

37) The Upanishadas were compiled around : / উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি —
A) 600 BC/ খ্রিঃ পূঃ 600 অব্দে
B) 800 BC/ খ্রিঃ পূঃ 800 অব্দে
C) 1000 BC/ খ্রিঃ পূঃ 1000 অব্দে
D) 1600-600 BC/ খ্রিঃ পূঃ 1600-600 অব্দে

38) In rig vedic society, which of the following was unknown? / এরমধ্যে বৈদিক যুগে কোনটি প্রচলিত ছিল না ?
A) Child marriage/ বাল্যবিবাহ
B) Polyandry/ স্ত্রী বহুবিবাহ
C) Polygamy/ পুরুষ বহুবিবাহ
D) Purdah system/ পর্দাপ্রথা

39) What was the main occupation of aryans? / আর্যদের প্রধান জীবিকা কি ছিল ?
A) Agriculture and cattle rearing/ কৃষিকাজ ও পশু পালন
B) Fishing/ মাছধরা
C) Trading/ ব্যবসা
D) Fishing and Trading/ মাছধরা ও ব্যবসা

40) What were the two assemblies during the early Vedic period ? / আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় ?
A) Samiti/ সমিতি
B) Sabha/ সভা
C) Samiti and Sangam/ সমিতি ও সঙ্গম
D) Both (A) and (B)/ উভয়ই (A) ও (B)